ডিপি ভুক্ত শতভাগ প্রকল্পের পরীবিক্ষন ও মূল্যায়ন নিশ্চিত করন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে বরগুনায় প্রকৌশলীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের পৌর সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন পালন করেন প্রকৌশলীরা।
এতে বক্তব্য রাখেন, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী (এসডি) হোসেন আলী মীর,স্বাস্থ্য উপ-প্রকৌশলী সুব্রত বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে প্রকৌশলীরা জেলা প্রশাসনের মাধ্যমে এডিবিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসকে আরিফুল ইসলাম বক্তব্যে বলেন, এ আদেশে প্রকৌশলীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমরা এ আদেশের প্রত্যাহারের দাবিতে আজ সমবেত হয়েছি। আশা করি সরকার বিষয়টি গুরুত্ব বিবেচনায় পরবর্তি সিদ্ধান্ত নেবে।