ঢাকাবুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৭
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় জাতীয় পার্টির মতবিনিময় সভা, সম্মেলন প্রস্তুতি কমিটি

নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৮:৩৭ পূর্বাহ্ণ
পঠিত: 211 বার
Link Copied!

বরগুনা জেলা জাতীয় পার্টির উদ্যোগে এক মতবিনিময় সভা শনিবার পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।

মতবিনিময় সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বরগুনা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল লতিফ ফরাজী।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলার সকল উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট আব্দুল লতিফ ফরাজীকে আহ্বায়ক ও মোস্তফা জামান লিটনকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।