বরগুনা জেলা জাতীয় পার্টির উদ্যোগে এক মতবিনিময় সভা শনিবার পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।
মতবিনিময় সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বরগুনা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল লতিফ ফরাজী।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলার সকল উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট আব্দুল লতিফ ফরাজীকে আহ্বায়ক ও মোস্তফা জামান লিটনকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।