জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে বরগুনায় এই প্রথম শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের আয়োজনে ইটবাড়িয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে কোরআন তেলওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ দাখিল মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা।
এ অনুষ্ঠানে ইটবাড়িয়া কদমতলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ বশির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।