ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৩
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় কোরআন তেলওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
পঠিত: 107 বার
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে বরগুনায় এই প্রথম শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের আয়োজনে ইটবাড়িয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে কোরআন তেলওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ দাখিল মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা।

এ অনুষ্ঠানে ইটবাড়িয়া কদমতলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ বশির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।