ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৭
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় করোনা শনাক্তের হার ৩৬ শতাংশ

মহিউদ্দিন অপু
জানুয়ারি ২৮, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
পঠিত: 121 বার
Link Copied!

বরগুনায় গত ২৪ ঘন্টায় এক দিনে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে বরগুনার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার ২১ জন, আমতলী ২ জন, পাথরঘাটা ১ জন, বেতাগী ২ জন, তালতলী ১ জন রয়েছেন।

সূত্র আরও জানায়, গত ২৪ ঘন্টায় দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। শুক্রবার সকালে এ রিপোর্ট পাওয়া গেছে। এদিন একজনকেও সুস্থ ঘোষণা করা হয়নি। মোট নমুনা পরীক্ষা করা হয় ৫৮টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৬ শতাংশ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হক জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১১০ জন। তাদের মধ্যে মৃতের সংখ্যা ১১১ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৩ হাজার ৮৫৬ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৪৩ জন। আক্রান্তদের মধ্যে ২০ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাকি ১২৩ জন হোম আইসোলেশনে আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।