ঢাকাশনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৫
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় আওয়ামী লীগের বর্ধিত সভা রবিবার

নিজস্ব প্রতিনিধি
মার্চ ৫, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
পঠিত: 172 বার
Link Copied!

রবিবার (৬ মার্চ) হতে যাচ্ছে বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। ২০১৯ সালের ১ ডিসেম্বর বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতি ও বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়ার ফলে হতে যাচ্ছে এই বর্ধিত সভা।

জেলা শিল্পকলা একাডেমীতে সকাল দশটায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপির সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসান আবদুল্লাহ এমপি।

বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম।

প্রধান বক্তা হিসেবে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন।

এছাড়াও অতিথি হিসেবে থাকবেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাফি আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আনিসুর রহমান ও গোলাম রব্বানী হিমু।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, আগামীকালের বর্ধিত সভার মাধ্যমে জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে। পরবর্তীতে নির্ধারিত তারিখ অনুযায়ী বরগুনা জেলা আওয়ামী লীগের পরবর্তী কমিটি সম্পন্ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।