অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন। বৃহস্পতিবার ২৭ জানুয়ারি বেলা ১২ টায় চরকগাছিয়া বেসরকারি স্বেচ্ছাসেবামূলক সংগঠন আর্ডেফ এর অফিস কার্যালয়ে বসে বিতরণ করা হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও টুয়েন্টিফোর চ্যানেল ও সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর মো. সালেহ আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলাটিভি, দৈনিক-আমার-সংবাদ বরগুনা জেলা প্রতিনিধি মোঃ বেলাল হোসেন মিলন, সমাজসেবক মোঃ হুমায়ুন কবির মো. মিজান মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।