বরগুনার দুটি উপজেলায় আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে ভোট গ্রহণের এই তারিখ উল্লেখ করা হয়।
তফসিল অনুযায়ী তালতলী উপজেলার মেয়াদ উত্তীর্ণ ৬টি ইউনিয়ন এবং বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৫ জুন কড়াইবাড়িয়া, সোনাকাটা, পঁচাকোড়ালিয়া, বড়বগী, ছোটবগী, নিশানবাড়িয়া ও কাজীরাবাদ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখিত সাত ইউনিয়নে মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে আগামী ১৭ মে। বাছাই ১৯ মে। মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬ মে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।