ঢাকাবুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৯
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার শ্রেষ্ঠ ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু

হাইরাজ মাঝি
মে ১৩, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ
পঠিত: 185 বার
Link Copied!

বরগুনা জেলার ৬টি থানার মধ্যে এপ্রিল মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হলেন তালতলী থানার কাজী শাখাওয়াত হোসেন (তপু)

পুলিশ সুপারের কার্যালয়ে গত কাল (১২ মে) বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভা পুলিশ সুপার মো.জাহাঙ্গীর মল্লিক তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।

এ প্রসঙ্গে ওসি কাজী শাখাওয়াত হোসেন (তপু) বলেন,
বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে আমাকে নির্বাচিত করায় মাননীয় পুলিশ সুপার মহোদয় সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই অর্জনে সহকর্মীরা প্রেরনা পাবে,পাশাপাশি নিজের দায়িত্ব আরও বেড়ে গেলো। সর্বোপরি তালতলী থানার অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।