বরগুনায় এক বিশেষ অভিযানে ২০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে উপস্থিত ক্রেতাদের মাঝে আগের দামে বিক্রি করেছেন বরগুনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৩ মে) সকাল থেকে বরগুনা সদর উপজেলার আয়লা বাজারে এ অভিযান পরিচালনা করেন বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
জানা যায়, জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শুক্রবার সকাল থেকে আয়লা বাজারে অভিযোগ চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বোতলের গায়ের মুল্য উঠিয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় একটি গুদাম থেকে পুর্ব মুল্যের ২০০ লিটার মজুত করা সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত সয়াবিন তেল উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে আগের দামে বিক্রি করা হয়।
বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, অতিরিক্ত মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রয় করার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট পাইকার ও খুচরা ব্যবসায়ীর গুদাম ও দোকান থেকে পুরাতন মূল্যের প্রায় ২০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। এসব তেল উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে গায়ে লিখিত মূল্যে দোকানদারে মাধ্যমে বিক্রয় করা করা হয়।