তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের জেলা ক্রীড়া অফিস আওতায় বরগুনা সদর উপজেলার গৌরিচন্না মাধ্যমিক বিদ্যালয়ে সাত দিন ব্যাপী সাঁতার সমাপনী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার সনদপত্র বিতরণ করেন। অধিদপ্তরের উপ – পরিচালক সঞ্জিত কুমার দাস, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, গৌরিচন্না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল ফারুক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরগুনা জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন। এ প্রশিক্ষণের ৩০ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন বরগুনা জেলার সাঁতার কোচের সমন্বয়কারী শফিকুল ইসলাম। নিরাপদ ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে অভিভাবকসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও সাংষ্কৃতি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।