বরগুনা সদরে ট্রাস্ট ব্যাংক ও আজিয়াটা গ্রুপের যৌথ উদ্যোগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ে বাজারে আসছে ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ
এই উপলক্ষে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ট্যাপ অফিস থেকে শুরু প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা লেকের পাড়ে সামনে এসে শেষ হয়। পরের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা ডিস্ট্রিবিউটর মেহেদী হাসান , ট্যাপ এর টেরিটরি ম্যানেজার বাপন চন্দ্র দাস, সহ কোম্পানির অনেক কর্মকর্তা।
আলোচনা সভায় বক্তব্যরা জানান, ট্যাপ একটি সময় উপযোগী মোবাইল ব্যাংকিং যার মাধ্যমে অতি দ্রুত সময়ে টাকা পাঠানো এবং গ্রহণ করা সম্ভব। ট্যাপ অন্যান্য প্রতিষ্ঠান চাইতে দ্রুত এবং নির্ভেজাল সময় উপযোগী মোবাইল ব্যাংকিং যাহা প্রতি হাজারে ১৪ টাকা৭০ পয়সা খরচ।
ট্যাপ ব্যবহারে আমরা আমাদের লেনদেন নিরাপদ মনে করি।