ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৪:৫২
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
পঠিত: 128 বার
Link Copied!

বরগুনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “প্রেস কাউন্সিল আইন ও আচরণ বিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টায় বরগুনা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।

প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ্ আলম।

কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক রহমান, জেলা তথ্য অফিসার মোঃ সেলিম মাহমুদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, বেতাগী প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মন্টু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এড. এম মুজিবুল হক কিসলু প্রমুখ।

দিনব্যাপী একর্মশালায় বরগুনা জেলায় কর্মরত অর্ধ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।