বরগুনার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা এর উদ্যোগে ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের উদ্বোধন করা হয় এসময় দুটি টিয়া পাখি বনে অবমুক্ত করা হয়। প্রশিক্ষণে বরগুনার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে বন্যপ্রাণী রক্ষার্থে কাজ করে যাওয়ার জন্য করণীয় তুলে ধরা হয়। আলোচনায় বন্য প্রাণীর পাচার রোধ, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের প্রয়োগ, সারা দেশে হটস্পট চিহ্নিত করে নিয়মিত টহল, বন্য প্রাণীর বাণিজ্য রোধে হাটবাজার ও পাখিসমৃদ্ধ হাওর এলাকায় নিয়মিত টহল, বন্য প্রাণী থেকে নমুনা সংগ্রহ ও সংরক্ষণ, পাচারের সময় আটক করা বন্য প্রাণীর দেহাবশেষ বা ট্রফি থেকে প্রজাতি শনাক্তকরণ, অপরাধের মূল তথ্য উদ্ঘাটন ও অপরাধীকে শনাক্তকরণ, বন্য প্রাণী উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্তকরণ, আহত বা অসুস্থ বন্য প্রাণীর পরিচর্যা ও চিকিৎসার ব্যবস্থা করা, বন্য প্রাণী অপরাধ সম্পর্কিত কার্যকর ডেটাবেইস তৈরি করা, স্বেচ্ছাসেবী ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করার কথা তুলে দরা হয়। বন্যপ্রাণী পরিদর্শক ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বনবিভাগ ঢাকা ওয়াসিম মল্লিক বলেন,বন্য প্রাণীর পাচার রোধ, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের প্রয়োগে আমাদের এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। আমাদের এই ট্রেনিং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আয়োজন করা হবে। বন্য প্রাণী উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্তকরণ, আহত বা অসুস্থ বন্য প্রাণীর পরিচর্যা ও চিকিৎসার ব্যবস্থা করার বিষয়ে প্রশিক্ষণ হচ্ছে।