বরগুনায় বন্যশুকর ক্রয়-বিক্রয়কালে সুখরঞ্জন নামে এক ব্যাক্তি আটক হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তালতলি উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে তাকে একটি বণ্যশুকরসহ আটক করে বন বিভাগ।
তালতলির বণ বিভাগের রেইঞ্জার মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুরে গোপনে শুকরটি নিয়ে যাবার সময় বণকর্মীরা কলাপাড়ার মহিপুরের মনোয়ারপুর গ্রামের সুখরঞ্জনকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে শুকরটির বিক্রেতা তালতলির তাতীপাড়ার রাখাইন নিঅংচোকে হাজির করা হলে তিনি শুকর বিক্রির সত্যতা স্বীকার করেন।
তিনি জানান, পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী মেজিস্ট্রেট ও তালতলি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে শুকরটির ক্রেতা ও বিক্রেতা উয়ভকে এক হাজার টাকা করে জরিমানা করেন। পরে বিকেলে শুকরটি বনে অবমুক্ত করা হয়েছে।