হারুন অর রশীদকে সভাপতি ও সানজিদা ফেরদৌস জনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বরগুনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বরগুনা সদর উপজেলার কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাতটায় বরগুনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার ভারপ্রাপ্ত প্রথম যুগ্ম আহবায়ক জাফর হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. মোঃ শাহজাহান মিয়া।
বক্তাব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সদস্য সচিব সাবেক কমিশনার হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক জাকির হোসেন কামাল, মনিরুল ইসলাম লিটন, সানজিদা ফেরদৌসী জনি প্রমুখ।
আলোচনা শেষে মোঃ হারুন- অর রশিদকে সভাপতি ও সানজিদা ফেরদৌসী জনিকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ফাউন্ডেশন বরগুনা সদর উপজেলা কমিটি গঠন করা হয়।