ঢাকাবুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৪
আজকের সর্বশেষ সবখবর

‘প্রায় ২ লাখ রুশ সেনা আছে ইউক্রেন সীমান্তে’

আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
পঠিত: 98 বার
Link Copied!

রাশিয়া ও ইউক্রেন সীমান্তে বিরাজ করছে চরম উত্তেজনা। এমন পরিস্থিতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত থেকে তারা সৈন্য সরিয়ে নিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ইউরোপের দেশসমূহের সামরিক জোট অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশনের (ওসসিই) বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন এই জোটে নিযুক্ত মার্কিন দূত মাইকেল কার্পেন্টার। তিনিই এ তথ্য দিয়েছেন।

কার্পেন্টার বলেন, ইউক্রেন সীমান্তে এখনও অবস্থান করছে ১ লাখ ৯০ হাজারেরও বেশি সেনা। গত ৩০ জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ। আমাদের কাছে এমন তথ্য রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।