ঢাকাসোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৭
আজকের সর্বশেষ সবখবর

পুকুর থেকে ছেলের মরদেহ উদ্ধার করলো মা

পাথরঘাটা প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ
পঠিত: 115 বার
Link Copied!

বরগুনার পাথরঘাটায় পানিতে ভাসমান অবস্থায় ১৯ মাসের শিশু সানাউল্লাহ মরদেহ উদ্ধার করেছে মা সারমিন বেগম।

শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বসত বাড়ির পুকুর থেকে সানাউল্লাহ নিথর দেহ উদ্ধার করা হয়। সানাউল্লাহ পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বেলাল মুন্সীর ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সানাউল্লাহকে বাড়ির উঠানে খেলতে দেখে রান্না করতে যায় সারমিন বেগম। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে ফিরে এসে উঠানে সানাউল্লাহকে না দেখতে পেয়ে পুকুর ঘাটে খুঁজতে গেলে সানাউল্লাহকে পুকুরে ভাসতে দেখলে সেখান থেকে উদ্ধার করে। পরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।