ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৪
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে ভাসছিল শিশু আরাবীর মরদেহ

পাথরঘাটা প্রতিনিধি
মার্চ ২৩, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
পঠিত: 97 বার
Link Copied!

বরগুনার পাথরঘাটায় পুকুরে ভাসমান অবস্থায় আরাবী (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিষয়র সত্যতা নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার।

তিনি জানান, বুধবার দুপুরে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাতেমপুর ছলিয়াতলা গ্রামে এঘটনা ঘটে।

মৃত শিশু আরাবী বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মো. নজরুল ইসলাম এর মেয়ে।

স্বজনরা জানান, আরাবী তার মায়ের সাথে পাথরঘাটার ছলিয়াতলা গ্রামে নানা হারুন ফকিরের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে আরাবীকে কোথাও দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করেন এবং বাড়ির পিছনে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষনিক নানা হারুন পানি থেকে আরবীকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।