পাথরঘাটার জালিয়াঘাটা এস ইএস ডিপি মডেল উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক বশির আহমেদ।
২৬ জানুয়ারি বুধবার স্বাস্থ্য বিধি মেনে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে এ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে প্রভাষক বশির আহমেদ, মোঃ ফোরকান মিয়া ও মোঃ সোহাগ ফকিরসহ তিন জনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে প্রভাষক বশির আহমেদ ৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফোরকান মিয়া নিজের ভোটসহ ৩ ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন পাথরঘাটা মাধ্যমিক শিক্ষা অফিসের
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুনিরুল ইসলাম, সাধারণ অভিভাবক সদস্য মোঃ আল-আমিন, মোঃ নাসির উদ্দিনসহ একাধিক ভোটার বলেন স্বাস্থ্য বিধি মেনে অত্যন্ত শান্তিপুর্ন এবং উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে নির্বাচন সম্পন্য হয়েছে। তারা এব্যাপারে নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।