পাথরঘাটা প্রতিবেদকঃ বরগুনার পাথরঘাটায় ঢাকা থেকে পাথরঘাটাগামী বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গেছে। বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে গুদিঘাটা মোরে ঘন কুয়াশার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে পাথরঘাটাগামী বরিশাল এক্সপ্রেসের একটি বাস পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের রুপধন এলাকায় পৌঁছলে ঘন কুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও বাসে কোনো যাত্রী ছিলেন না।
বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।