বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চার বার নির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ মাস্টার আর নেই।
বুধবার দুপুর ১২টার সময় বার্ধক্যজনিত কারনে হেলেঞ্চাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারনে নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
স্বজনরা জানান, বৃহস্পতিবার মরহুমের জানাজা নামাজ শেষে হেলেঞ্চাবাড়িয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।