ঢাকাশনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:০১
আজকের সর্বশেষ সবখবর

নারী ট্রেনচালক নিচ্ছে সৌদি, ২৮ হাজার আবেদন!

আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
পঠিত: 171 বার
Link Copied!

সৌদি আরবে এবার নারী ট্রেনচালক নেওয়া হচ্ছে। একটি রেল কোম্পানি নিয়োগ দেবে ৩০ জন নারী চালক।

যারা চাকরি পাবেন, তাদের এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপর তারা দেশটির পবিত্র শহর মক্কা ও মদিনার মধ্যে উচ্চ-গতির ট্রেন চালানোর সুযোগ পাবেন।

এবারই প্রথম সৌদি আরবে এরকম কোনো পদে নারী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

সম্প্রতি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছে সৌদি আরব। শুধু তেল-নির্ভর  অর্থনীতিকে বহুমুখী করার জন্যই সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের এই প্রচেষ্টা।

রক্ষণশীল সৌদি আরবে কয়েক বছর আগেও নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। সেখানে অভিভাবকত্ব আইন শিথিল করে নারীদের আগের চেয়ে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।