নারীর ক্ষমতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ছাব্বিশ কর্মদিবস ব্যাপী এ প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাঃফেরদৌসী বেগম।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপার সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মেহেরুন্নাহার মুন্নি,পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন।
বরগুনা জেলার ৩শ’ নারীকে বারোটি ব্যাচে ছাব্বিশ কর্মদিবসের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে মহিলা বিষয়ক অধিদপ্তর।
জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে প্রশিক্ষনার্থীদের সনদপত্র এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।
নারীর ক্ষমতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শীর্ষক প্রকল্পের আওতায় মেসার্স নূর এ্যান্ড তাজ এর সহায়তায় বরগুনার স্থানীয় প্রতিষ্ঠান কম্পিউটার প্লানেট বারোটি ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন করে।