নদীতে বালু মহল আছে কিন্তু অসৎ কিছু বালু ব্যবসায়ীরা বলগেট দিয়ে বালি উত্তোলন করেন।
আসল যারা বালুমহাল ইজারা নিয়ে থাকেন তারাও সমস্যা মধ্যে পরেন।
পায়রা ও বিষখালী নদীর বেশ কয়েকটি এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন করেন।
প্রশাসনিকভাবে একটি অভিযান করলেও বছরজুড়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে থাকেন।
বনের পাশ দিয়ে, চরের কাছ থেকে বালি উত্তোলন করার কারণে বন উজাড় হচ্ছে। অনেক জায়গা থেকে নদী ভাঙ্গন শুরু হয়েছে।
নির্ধারিত বালুমহাল থেকে বালু উত্তোলন করা হলে সমস্যা হয় না। কিছু অসাধু অফিসার দের কারণে এই চক্রটি দিন দিন ব্যাপার হয়ে যাচ্ছে। এতে বরগুনার বেশ কয়েকটি স্থান থেকে ভাঙ্গন শুরু হয়েছে। নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে।
সামনের দিনগুলোতে এই সমস্যা থাকলে পরিবেশ বিপর্যয়ের দিকে আগাবে। এখনই বন্ধ করা দরকার।