ঢাকাবুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৮
আজকের সর্বশেষ সবখবর

নতুন মানবতা 

শিল্প-সাহিত্য ডেস্ক
মার্চ ৭, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ
পঠিত: 167 বার
Link Copied!

নতুন মানবতা
-আবুল হাসান বাউফলী

এই পৃথিবীতে মানুষ আছে
তবুও মানুষের অভাব
মানুষ রুপে অনেক মানুষ
নষ্ট তাদের স্বভাব।

পাড়ায় পাড়ায় কবি হয়ছে
তাওতো কবিতার স্বল্প
লেখকের ভারে পাঠক মরেছে
পাইনা নতুন গল্প।

নষ্ট হয়েছে বায়ু, বাতাস
চলছে ভালোর চেষ্টা।
সত্যিকারের মানুষ বানাতে
হচ্ছে কোথায় প্রচেষ্টা।

ভালো থাকেনা চিরদিন কিছু
পচন ধরেই কোনো দিন।
হাজার বছরের পুরানো ধর্ম
হয়ছে আজ ধর্মহীন।

সব কিছুই পচে গলেছে
পচন ধরেছে সভ্যতার।
নতুন করে তৈরী করো
খোঁজো নতুন মানবতার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।