বরগুনার তালতলী উপজেলা থেকে বাগদা চিংড়ীর রেণু পোনা পিকআপে করে বাগেরহাটে পাচারের সময় মঙ্গলবার রাতে তালতলী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি পিকআপ সহ ৫ লক্ষ রেণু পোনা জব্দ করা হয়।
আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জব্দকৃত রেণুপোনা বুড়ীশ্বর নদীতে অবমুক্ত করা হয়।
জানা যায়,তালতলীর ফকিরহাট লাউপাড়া থেকে একটি পিকআপ ভ্যানে রেণুপোনা পাচার করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন ঠং পাড়া নামক স্হানে পিকআপ ভ্যান আটক করে তল্লাশী চালিয়ে বাগদা চিংড়ীর ড্রাম ভর্তি রেণুপোনা দেখতে পেয়ে তা জব্দ করেন।
পিকআপ ভ্যানে থাকা চালক ও হেলপারকে মুচলেখা রেখে ছেড়ে দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।