ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২১
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে হাউসহোল্ড সাইলো বিতরণ

দৈনিক সৈকত সংবাদ
ডিসেম্বর ২৯, ২০২১ ১২:৩৪ পূর্বাহ্ণ
পঠিত: 96 বার
Link Copied!

তালতলী  প্রতিনিধি: তালতলীতে উপজেলার দরিদ্র অনগ্রসর, ক্ষুদ্র নৃগোষ্টি ও দুর্যোগপ্রবরণ এলাকার জনগোষ্ঠির মধ্যে পারিবারিক হাউসহোল্ড সাইলো বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর ) দুপুর১টায় উপজেলা পরিষদ  প্রাঙ্গণে পারিবারিক হাউসহোল্ড সাইলো বিতরণের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 তালতলী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেনের সঞ্চলনায়,ও উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো.রেজবি-উল-কবির।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.কামরুল আহসান ৪নং শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার প্রমুখ।

এ উপজেলার দরিদ্র অনগ্রসর,ক্ষুদ্র নৃগোষ্টি ও দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠির ৬,হাজার পরিবারের মাঝে পারিবারিক হাউসহোল্ড সাইলো বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।