তালতলী প্রতিনিধি: তালতলীতে উপজেলার দরিদ্র অনগ্রসর, ক্ষুদ্র নৃগোষ্টি ও দুর্যোগপ্রবরণ এলাকার জনগোষ্ঠির মধ্যে পারিবারিক হাউসহোল্ড সাইলো বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর ) দুপুর১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পারিবারিক হাউসহোল্ড সাইলো বিতরণের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালতলী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেনের সঞ্চলনায়,ও উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো.রেজবি-উল-কবির।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.কামরুল আহসান ৪নং শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার প্রমুখ।
এ উপজেলার দরিদ্র অনগ্রসর,ক্ষুদ্র নৃগোষ্টি ও দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠির ৬,হাজার পরিবারের মাঝে পারিবারিক হাউসহোল্ড সাইলো বিতরণ করা হবে।