আগামী ১৫ জুন তালতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তালতলী উপজেলা যুবলীগের বর্ধিত সভা বুধবার সকাল দশটায় তালতলী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
তালতলী উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা যুবলীগের সভাপতি রেজাউল কবির এ্যাটম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি আরিফ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল, মাহমুদুল আজাদ রিপন, সাংগঠনিক সম্পাদক আজমির জাহান রহিম মোল্লা, এড. আমিনুল ইসলাম মিলন ও আকতারুজ্জামান রকিবসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
যুবলীগ নেতৃবৃন্দ আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য তালতলী উপজেলার ছয়টি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান।
বর্ধিত সভা সঞ্চালন করেন তালতলী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম পাটোয়ারী।