ঢাকারবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৩
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে ফসলের সাথে শত্রুতা

তালতলী প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ
পঠিত: 86 বার
Link Copied!

তালতলীতে রাতের আধারে সেচ মেশিন দিয়ে খেসারী ডাল ক্ষেতে পানি উত্তোলন করে ৩ একর জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই কৃষক থানায় একটি অভিযোগ করেন। শুক্রবার(২৮ জানুয়ারী) উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের পাওয়াপাড়া গ্রামের কৃষক রাসেল হাওলাদার তার ৩ একর কৃষি জমিতে মাঠে খেসারী ডাল রোপণ করেন। জমিতে খেসারীর বাম্পার ফলনের আশা দেখছেন কৃষক। কিন্তু গতকাল শুক্রবার রাতের আধারে বিআরডিসি’র সেচ মেশিন দিয়ে ঐ এলাকার কালাম ও আরিফ নামের দুই প্রভাবশালী কৃষক রাসেলের জমিতে পানি উত্তোলন করেন। এতে রাসেলের ৩ একর জমির খেসারী ডালের গাছ গুলো বিবর্ণ হয়ে মরে যেতে শুরু করেছে। এতে রাসেলের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি স্থানীয় ভাবে সবাইকে জানালে উল্টো কৃষক রাসেলকে হুমকি দেওয়া হয়। কৃষক রাসেল বলেন,কালাম ও আরিফ জোরপূর্বক আমার জমিতে পানি উঠিয়ে খেসারী ডাল ক্ষেত নষ্ট করে ফেলেছে। আমার বর্তমানে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।আমি সুষ্ঠ বিচাররের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে কালাম বলেন, আমি আমার জমি চাষাবাদের জন্য পানি উঠিয়েছি। তাদের জমি পাশাপাশি হওয়াতে ভেরি পার হয়ে সামান্ন পানি তার জমিতে গেছে। এতে তেমন কোনো ফসলের ক্ষতি হয়নি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।