ঢাকারবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৪
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

তালতলী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
পঠিত: 365 বার
Link Copied!

বরগুনার তালতলী ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু সিদ্দিক এর বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার(০৩ ফেব্রুয়ারি) ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মো.মিজানুর রহমান, মিস মুন্নীর সঞ্চালনায় ও কামরুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.রেজবি-উল-কবির।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো.ফজলুল হক জোমাদ্দার, তালতলী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা একে এম কামরুজ্জামান,বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া,জেলা শিক্ষা অফিসার এম,এম মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো.শফিউল আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.লুৎফুল কবির, পটুয়াখালী দুমকি উপজেলা শিক্ষা অফিসার মো.কাজী মনিরুজ্জামান রিপন,মো. গোলাম কবির হাওলাদার প্রমুখ।

বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ১৭ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।

আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.আবু সিদ্দিককে, সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।