তালতলীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নিসচা’র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ সাদেক হোসেন বাবুল স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।
তালতলীর বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম খান লিটু’কে আহ্বায়ক ও আবু হানিফ নয়নকে সদস্য সচিব করে আগামী দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও মোঃ নাসিরউদ্দীন, সদস্য শাহাদাত হোসেন, মোঃ আবুল হোসেন, মোঃ আব্দুস সালাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সোহেল মিয়া, মোঃ আল আমিন, শেখ নাঈমুর রহমান দুর্জয়, মোঃ দেলোয়ার গাজী, মোঃ মামুন হাওলাদার, মোঃ মাহবুব হোসেন, মোঃ সালাহউদ্দীন, মোঃ আবু বক্কর, মোফাজ্জেল হোসেন, মোঃ ইব্রাহিম, মোঃ মেহেদী হাসান ও মোঃ শহীদ।