ঢাকারবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৮
আজকের সর্বশেষ সবখবর

কৃষকদের মাঝে পানির পাম্প বিতরণ

তালতলী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
পঠিত: 197 বার
Link Copied!

তালতলীতে কৃষকদের অনুদান হিসেবে ৬টি পানির পাম্প বিতরণ করা হয়েছে। বুধবার(০২ ফেব্রæয়ারি)দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ পানির পাম্প বিতরন করা হয়।

জানা যায়, উপজেলা পরিষদ থেকে ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় ৬টি ইউনিয়েনর কৃষকদের সমিতির মাধ্যমে পানির পাম্প দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরিপেক্ষিতে ৬টি টিম করে তিন লাখ টাকা ব্যয়ে কৃষকদের মাঝে এ পানির পাম্প অনুদান হিসেবে দেওয়া হয়। এই পানির পাম্প দিয়ে শুকনো মৌসুমে তরমুজসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষে ব্যবহার করা হবে।

উপজেলা পরিষদ চত্বরে পাম্পগুলো বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার। এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ ,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি প্রমুখ।

এ সময় কবিরাজপাড়া এলাকার কৃষক,নজরুল ইসলাম হারুন মিয়া সহ একাধিক কৃষক আনন্দে কেঁদে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের দিকে নজর দিচ্ছেন। এজন্য আমরা এক ফসলী জমিতে তিন ফসলি করার চেষ্টা করছি।শুকনো মৌসুমে তরমুজসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষে ব্যবহার করবো। উপজেলা চেয়ারম্যান মো.রেজবি-উল-কবির, উপজেলা নির্বাহি অফিসার কাওসার হোসেন আমাদের কষ্টের কথা শুনে শ্যালো মেশিন বিতরণ করেছেন। আমরা আশা করি এ বছর আমরা ব্যাপক তরমুজ চাষ করতে পারব। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার চেয়ারম্যান ও ইউএনও মহোদয় জন্য দোয়া করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।