মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার স্লোগানে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে তালতলী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
গত ৩০ মার্চ আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আল আমিন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আগামী তিনমাসের জন্য মোঃ জাফরুল হাসান সুমন আহ্বায়ক ও এইচ এম সোহেল সদস্যসচিব এবং পেনমং, মোঃ মামুন, ইতু মনি বৃষ্টি, মোঃ বাসার শিকদার, মোঃ হাবিবুর রহমান কে যুগ্ম আহ্বায়ক
এছাড়া মাহমুদুল হাসান পিন্টু, আতিকুর রহমান অসিম, সফিকুর রহমান, মোঃ নাসির, মাসুদুর রহমান মাসুদ, মোঃ মোজাম্মেল, সহিদুল ইসলাম মিলন, মোঃ মিরাজ ফরাজী, নাসির উদ্দিন, মোঃ জসিম, মোঃ জাহাঙ্গীর শিকদার, আমিরুল ইসলাম মিঠুন, মোঃ মামুন, মোঃ আলমগীর, অভিজিৎ কর্মকার স্বাধীন কে সদস্য করে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, আগামী তিনমাসের মধ্যে উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধার সন্তানদের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
মুক্তিযোদ্ধাদের আরাধ্য ও জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধি জাতি গঠনে এই কমিটি ভূমিকা রাখবে।