বরগুনায় ১২৭৭ পিস ইয়াবসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক সাক্ষরিত এক প্রস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- বেতাগী পৌর শহরের ইসমাইল হাওলাদারের ছেলে মো. রিপন হাওলাদার (৩৬), পাথরঘাটা উপজেলার মাঠের খাল এলাকার মৃত আ. রশিদ হাওলাদারের ছেলে মো. আব্দুর রব (৪০) ও চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার মৃত সোলায়মানের ছেলে মো. জসিম (৩২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (০৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বেতাগী উপজেলার কিসমত ভোলানাথপুরে ও রাত পৌনে ৪টার দিকে করুনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালায় বরগুনা ডিবি পুলিশের সদস্যরা। এসময় মাদক কারবারি রিপনকে ২৭পিস, আব্দুর রবকে ১০৫০পিস ও মাদক বিক্রেতা জসিমকে ২০০পিস ইয়াবাসহ আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কক্সবাজার জেলার টেকনাফ থেকে এসব ইয়াবার চালান বরগুনায় এনে বিক্রি করছিল আটককৃত মাদক কারবারিরা।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেতাগী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।