ঢাকারবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫২
আজকের সর্বশেষ সবখবর

টিম একাত্তরকে ৫ উইকেটে হারিয়ে বন্দরের জয়

তালতলী প্রতিনিধি
মার্চ ৬, ২০২২ ১:১০ পূর্বাহ্ণ
পঠিত: 162 বার
Link Copied!

মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত তালতলী উপজেলা চেয়ারম্যান কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) দুপুরে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় টিম একাত্তরকে ৫ উইকেটে হারিয়ে চ্যম্পিয়ান হয় তালতলী বন্দর।

এর আগে টস জিতে টিম একাত্তর ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৯৫ রান করেন তারা।

১৯৬ রানের লক্ষ মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১ বলহাতে রেখে ৫ উইকেট জয় পায় তালতলী বন্দর।

ম্যান অবদ্যা ম্যাচ হয়েছে তালতলী বন্দরের জাহিদ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. রেজবি উল কবির জোমাদ্দার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও ৫০ হাজার টাকা এবং রানার্সআপকে ট্রপি ও ২৫ হাজার টাকা পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তৌফিকুজ্জামান তনু, সহ-সভাপতি কামরুল আহসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মারুফ রায়হান তপু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।