ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৪
আজকের সর্বশেষ সবখবর

‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্ট
মার্চ ৩, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ
পঠিত: 142 বার
Link Copied!

‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করল। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার এই নির্দেশনা জারি করল।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।

সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি; দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর ও সভা-সেমিনারে বক্তব্য শেষে শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।