বরগুনার বামনা উপজেলা পরিষদ সভা কক্ষে জীবন এখানে শেষ নয় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশু সংগঠন এনসিটিএফের বার্ষিক সাধারণ সভা।আজ শনিবার বেলা ১১ ঘটিকায় বামনা উপজেলা এনসিটিএফের সভাপতি ইনসানা রহমান তাজ্জি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বামনা সদর ইউনিয়ন চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান ছগির, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ,
বামনা প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল,
বামনা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,
বামনা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সাবু, ওয়াই মুভস এর প্রজেক্ট অফিসার মো:মেজবাহ উদ্দিন বেতাগী উপজেলার এনসিটিএফের সভাপতি খাইরুল ইসলাম মুন্না প্রমূখ।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভায় অতিথিরা তাদের বক্তব্যে শিশু অধিকার শিশু সুরক্ষা প্রযুক্তিগত জ্ঞানলব্দ করা ও মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার ওপার গুরুত্ব দেন। সভা শেষে বিদায়ী শিশু নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন নেতৃবৃন্দ।