ঢাকারবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩১
আজকের সর্বশেষ সবখবর

চুরি হওয়া পন্টুনের মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার:
ফেব্রুয়ারি ১২, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
পঠিত: 99 বার
Link Copied!

বরগুনার সরকারি লোহার পন্টুনের চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। তবে চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায়, ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের কদমতলা খালে ব্যবসায়ীদের সুবিধার্থে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে একটি লোহার পন্টুন বরাদ্দ দেন। খাল ভরাট হয়ে গেলে ওই পন্টুনটি স্থানীয়রা কদমতলা ইউনিয়ন পরিষদ ভবনের পাশে রেখে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কে বা কারা পন্টুনটি ভেঙে একটি ট্রাকে করে ভাঙ্গারি দোকানে নিয়ে আসে। ২ লাখ টাকায় বিক্রি করে সটকে পড়ে। পরে বিষয়টি কদমতলার স্থানীয়রা জানতে পেরে বরগুনা থানায় জানান। বরগুনা থানার পুলিশ শুক্রবার সকালে ওই দোকান থেকে পন্টুনের আংশিক মালামাল উদ্ধার করে। জানা যায়, তুহিন খান বৃহস্পতিবার রাতে গ্যাস দিয়ে পন্টুনটি কেটে অধিকাংশ লোহা অন্যত্র সরিয়েছে। প্রায় ২ টন লোহার ৮টি ব্যারেল ও কয়েকটি ভারি লোহার প্লেট একটি ঘরের সামনে রেখে দেয়। পন্টুন বহনকারী ট্রাকচালক হেলাল খান বলেন, তুহিন খান আমাকে ট্রাকে করে পন্টুনটি আনতে বলেছেন, এ কারণে নিয়ে এসেছি। বরগুনা নৌবন্দরের পোর্ট অফিসার মামুনুর রশিদ বলেন, এ পন্টুনটি সরকারি সম্পত্তি। পুলিশকে মামলা করার জন্য বলেছি। আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান বলেন, এ ব্যাপারে আমি ইউপি সচিবকে থানায় জিডি করতে বলেছি। বরগুনা থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পন্টুনের মালামাল উদ্ধার করা হয়েছে। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।