বরগুনার পাথরঘাটা মাছ বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জয় বিশ্বাস, এসমে শিকদার, কবিরসহ স্থানীয়রা জানান, রাত সোয়া তিনটার দিকে মসজিদের মাইকে আগুন লাগার প্রচার শুনতে পাই। ঘর থেকে বেরিয়ে দেখি আগুনে দোকানগুলো পুড়ছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাথরঘাটার ফায়ার সার্ভিস জানায়, আগুনে চারটি দোকান ভষ্মিভূত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের সূত্রপাত জানতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।