ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৯:১৯
আজকের সর্বশেষ সবখবর

ঘরের মধ্যে ঝুলছিল যুবকের মরদেহ

আমতলী প্রতিনিধি
মার্চ ১০, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ
পঠিত: 107 বার
Link Copied!

বরগুনার আমতলীতে নিজ ঘরের মধ্যে থেকে খোকন শিকদার (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে এঘটনা ঘটে।

নিহত খোকন শিকদার একই এলাকার নসু শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বসত ঘরের মধ্যে খোকনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবার। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।