তালতলীর পচাকোড়ালিয়া গ্রামে জমি সক্রান্ত বিরোধের জেরে ২১ টি গাছ কেটে ফেলেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। শুক্রবার (১৮-০২-২০২১) সকালে পচাকোড়ালিয়ার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগিরা জানান, শুক্রবার সকালে আলমগীর বিশ্বাস (৫০) ও তার ভাই জহিরুল বিশ্বাস (৪৫) এর নেতৃত্বে ফরিদ, আলম সহ ১০/১২ জনের এক দল দেশিয় অস্ত্র সজ্জিত সন্ত্রাসিরা গায়ের জোড়ে হামেজ উদ্দিনের ছেলে জামাল মোল্লার বসত বাড়িতে হামলা চালায়। তারা জোড়পূর্বক ১৪টি মেহগনি, ৬টি চাম্বল ও ১ টি রেইনট্রি গাছ কেটে ফেলে। এসময় এলাকার লোক জন এগিয়ে এলে সন্ত্রাসীরা গাছ ফেলে রেখে পালিয়ে যায়। এই সন্ত্রাসীরা বিগত সময়ও জমি জমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি করে হুমকি ও চাদা দাবি করে আসছিল।
ভুক্তভোগি জামাল মোল্লা জানান, গত দুই বছর ধরে আজিজুল বিশ্বাসের ছেলে আলমগীর বিশ্বাস (৫০) ও জহিরুল বিশ্বাস (৪৫) দুই ভাই জমি জমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি করে ২ লাখ টাকা চাদা দাবি করে আসছিল। চাদা না দিলে আক্রোস বশত তারা এ ঘটনা ঘটায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু জানান, এঘটনা এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।