বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া এলাকায় গভীর রাতে বাসায় ঢুকে ভাই বোনকে পিটিয়ে জখম ও টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় শাহজাহান ও তার ভাই হালীমের বিরুদ্ধে।
আহত দিনমজুর হীরা (৩০) ও তার ভাই রাসেল (২৫) একই এলাকার হাবিবুর রহমানের সন্তান। গুরুতর আহত অবস্থায় হীরা ও রাসেলকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেছে স্থানীয়রা।
ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, আহত হীরা ডৌয়াতলা বাজারে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরলে রাত ১১ টার পরে শাহজাহান ও তার ভাই হালিম বাসায় ঢুকে হীরাকে মারধর শুরু করে। এসময় তার ভাই রাসেল বাধা দেয়ায় তাকেও এলোপাতাড়ি মারধর শুরু করে অচেতন অবস্থায় ফেলে রেখে বাসায় থাকা মোবাইল ও ২৪ হাজার ৪০০ টাকা নিয়ে যায় তারা। হীরা ও তার ভাইয়ের ডাক চিৎকার শুনে স্থানীয় চলে আসলে তারা পালিয়ে যায়।
এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।