ঢাকাশনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৩
আজকের সর্বশেষ সবখবর

খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাইদুল ইসলাম মন্টু
মে ১৫, ২০২২ ২:১১ অপরাহ্ণ
পঠিত: 272 বার
Link Copied!

বরগুনার বেতাগীতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিথিলা (৫) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার উত্তর বেতাগী গ্রামের তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মিথিলা একই গ্রামের মো. বজলু তালুকদারের মেয়ে।

স্বজনরা জানান, বাড়ির কেউ ঘরে না থাকায় বিকালে মিথিলা বাড়ির শিশুদের সাথে বাড়ির সামনে খেলছিল। হঠাৎ করে খেলার অন্য সাথীদের অগোচরে চলে যায়। সন্ধ্যার দিকে মা তাছলিমা বেগম ঘরে এসে মিথিলাকে না দেখে হণ্য হয়ে খুঁজতে থাকেন। পরে ঘরের পেছনের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালের চিকিৎসক রওণক জাহান জানান, শিশু মিথিলাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।