বরগুনার পাথরঘাটায় কিশোরগ্যাংয়ের হাতুরিপেটায় সুজন ও শাকিল নামের দুই মোটরসাইকেল মেকানিককে জখম হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে পাথরঘাটা পৌরশহরের বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।গুরুতর আহত সুজন ও শাকিলকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত সুজন ও শাকিলকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সৈকত সংবাদের হাতে এসেছে।
হামলার শিকার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন সুজন জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কিশোর গ্যাং বাবু ও শাকিল বাহীনির নেতৃত্বে সদস্য বাবু শাকিল, শাওন, এসমে রাব্বি, হৃদয়, নাসিম, মাহমুদ ১০-১২ জনের একদল কিশোর সুজনের মোটরসাইকেল গ্যারেজে আসে।
এসময় তারা সুজনের গ্যারেজে মেরামতের জন্য রাখা মোটরসাইকেল নিয়ে যেতে চায়। সুজন ও তার সহকারি মেকানিক শাকিল মোটরসাইকেল দিতে অস্বীকৃতি জানালে ক্ষেপে গিয়ে বাবু ও শাকিলের নেতৃত্বে কিশোর গ্যাং বাহীনি সুজনকে হাতুরিপেটা করে জখম করে। সহকারি মেকানিক শাকিল সুজনকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও হাতুরি ও মোটরসাইকেল মেরামতের যন্ত্রাংশ দিয়ে পিটিয়ে জখম করে চলে যায়।
পরে স্থানীয়রা উভয়কে উদ্ধার কওে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সুজনের গ্যারেজের অংশিদার সোহেল পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিস্তারিত দেখুন সিসি ফুটেজ-