ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ১০:০১
আজকের সর্বশেষ সবখবর

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
পঠিত: 105 বার
Link Copied!

বরগুনায় কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগের মামলায় যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।

সোমবার (২৫ এপ্রিল) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

মামলার অপর দুই আসামিকে তিন বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

দন্ডপ্রাপ্ত আসামীরা হল- বরগুনা সদর উপজেলার গিলাতলী গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে ফরহাদ বিশ্বাস, আবদুস সালামের ছেলে আবদুল জব্বার ও মো. ইকবালের স্ত্রী গ্রাম্য ডাক্তার জেসমিন।

অপর আসামী মালেককে খালাস দিয়েছে আদালত। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, বাদী একজন রিক্সা চালক এবং তার স্ত্রী অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। আর মেয়ে ঘরে একা থাকতেন। এই সুযোগে প্রতিবেশী দন্ডপ্রাপ্ত আসামী ফরহাদ বিশ্বাস ২০১৪ সালের ১৩ মার্চ সকালে বাদীর ঘরে ঢুকে তার কিশোরী মেয়েকে ধর্ষণ করে। এতে ওই কিশোরী গর্ভবতি হয়।

আসামী জব্বার বাদীর মেয়েকে চিকিৎসা দেয়ার জন্য গ্রাম্য ডাক্তার জেসমিনের নিকট বরগুনা নিয়ে আসেন। জেসমিন গর্ভপাত করাবার জন্য একটি ইনজেশন দিলে বাড়িতে গিয়ে বাদীর মেয়ে গুরুতর অসুস্থ্য হয় এবং গর্ভের সন্তান নস্ট হয়ে যায়।

পরে ২০১৪ সালের ১৩ অক্টোবর বরগুনা থানায় বাদী ৪ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।

বাদী বলেন, আসামী ফরহাদ বিশ্বাস আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে। আমি আয়ে সন্তুষ্ট।

রাষ্ট্র পক্ষের আইনজীবী আশ্রাফুল আলম বলেন, রায়ে বাদী ও রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট। এই রায় প্রমান করে অপরাধ করলে তার শাস্তি ভোগ করতে হয়।

আসামী পক্ষের আইনজীবী আবদুল মোতালেব মিয়া বলেন, এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।