অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।
ওয়ার্নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে ফক্স ক্রিকেট।
অস্ট্রেলিয়া সময় শনিবার সকালে ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা এক বিবৃতিতে জানায়, ধারণা করা হচ্ছে তাঁর হার্ট অ্যাটাক হয়েছে এবং থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন।
বিবৃতিতে বলা হয়েছে, শেনকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি।
পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ওয়ার্নের। ১৪৫ টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছিলেন এই অজি কিংবদন্তি। এছাড়া ৯৯-এর বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা ওয়ার্ন ১৯৪ ওয়ানডেতে নিয়েছিলেন ২৯৩ উইকেট।