নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্দোগে বরগুনা জেলা ক্রীড়াসংস্হার ব্যাবস্হাপনায় বরগুনা স্টেডিয়ামে অনুুষ্ঠিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উপজেলা ভিত্তিক কাবাডী প্রতিযোগিতার বালক-বালিকা দুটি গ্রুপেই বরগুনা সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। ৬টি উপ-জেলার বালক-বালিকা ১২টি গ্রæপ এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বালক গ্রæপে রানার্সআপ হয়েছে,আমতলী উপজেলা এবং বালিকা গ্রুপে পাথরঘাটা উপজেলা রানার্সআপ হয়। এসময় জেলা ক্রীড়াসংস্থার সাধারন সম্পাদক আলমগীর হোসেন, কাবাডী উপ-কমিটির আহবায়ক মহিউদ্দিন মকবুল, নির্বাহী সদস্য শাওন তালুকদার, হারুন-অর রশিদ রিংকু,খলিলুর রহমান,বিকাশ সাহা সহ ক্রীড়াসংস্থা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাবাডী খেলা পরিচালনা করেন,শফিকুল ইসলাম, জসিম উদ্দিন সাগর, মজিবর রহমান, আল হাদি দুলাল, বিকাশ সাহা, মহিউদ্দিন মকবুল। ২ জানুয়ারি বরগুনা স্টেডিয়ামে শেখ কামাল ২য় যুব গেমস উদ্ভোধন করা হয়।