করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হাত থেকে সুরক্ষায় যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গল ও বুধবার হাঁটের সময় সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দুইদিন ব্যাপি পৌর শহরে পথচারীসহ আবাসিক এলাকা ও সড়কগুলোতে সচেতনতামূলক মাইকিং ও সর্বস্তরের মানুষের মাঝে মাস্ক বিতরণ করে প্রচারণা চালায়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার দলনেতা অলি আহমেদ, সহ দলনেতা মো: সোহেল মীর, জনসংযোগ বিভাগের প্রধান মিঠুন দে সহ যুব রেড ক্রিসেন্টের অন্যান্যসদস্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।