ঢাকামঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:২২
আজকের সর্বশেষ সবখবর

করোনা টিকা না নিলে সেবা মিলবে না-জাহিদ মালেক

দৈনিক সৈকত সংবাদ
নভেম্বর ৩০, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ
পঠিত: 169 বার
Link Copied!

‘নো মাস্ক নো সার্ভিস’ নয় এখন সরকার বলতে চায়, ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’ জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে অনাগ্রহ দেখা দেয়ায় ‘টিকা না নিলে সেবা পাওয়া যাবে না’ এমন ব্যবস্থায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালিক বলেন, দেশে করোনার প্রকোপ কমায় যে ঢিলেঢালাভাব চলে এসেছে তা নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সবচেয়ে ঝুঁকিতে থাকা ৬০ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হবে।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি গণজমায়েত না করতে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, এখানে বসেই ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ স্লোগানটা তৈরি হয়েছে। আমরা চিঠির মাধ্যমে সব মন্ত্রণালয়কে এ বিষয়ে জানিয়ে দেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।