‘নো মাস্ক নো সার্ভিস’ নয় এখন সরকার বলতে চায়, ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’ জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে অনাগ্রহ দেখা দেয়ায় ‘টিকা না নিলে সেবা পাওয়া যাবে না’ এমন ব্যবস্থায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালিক বলেন, দেশে করোনার প্রকোপ কমায় যে ঢিলেঢালাভাব চলে এসেছে তা নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সবচেয়ে ঝুঁকিতে থাকা ৬০ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হবে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি গণজমায়েত না করতে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, এখানে বসেই ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ স্লোগানটা তৈরি হয়েছে। আমরা চিঠির মাধ্যমে সব মন্ত্রণালয়কে এ বিষয়ে জানিয়ে দেব।