বরগুনার তালতলীতে করোনার কারনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের জরুরি মানবিক সহায়তা প্রদান করছে কারিতাস।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার কারিতাস ভাবনে মানবিক সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আইসিডিপি -রাখাইন,প্রকল্প তালতলীর সিডিও শ্যামল কৃষ্ণ সরকারের সঞ্চালনায় ও কারিতাস বরিশাল অঞ্চলের আইসিডিপি রাখাইন প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মিঃসঞ্জীব চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোঃআজাদুর রহমান।
অনুষ্ঠানে মানবিক সহায়তা হিসেবে ৮০টি পরিবারকে ৩ হাজার টাকা করে প্রদান করাহয়। এ সময় বক্তারা বলেন, এই টাকা দিয়ে ছাগল,হাঁস -মুরগীওঅন্যান্য জীববীকা সম্পদ ক্রয়ের মাধ্যমে পরিবারের জীবন মান উন্নয়নে সহায়ক হবে বলে উল্লেখ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।